দীঘিনালা প্রতিনিধি : খাগড়াছড়ি দীঘিনালায় কৃপাধন চাকমা নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা যায়, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সুশীল হেডম্যান পাড়ার বলরাম চাকমার ছেলে মাছ ব্যবসায়ী ( বিকাশ,মোবাইল রিচার্জ দোকানদার) কৃপাধন চাকমা(৪২) তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। পরে সে মারা যায়। মেরুং ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য শান্তিপ্রিয় চাকমা জানান, কৃপাধন চাকমা মনের মানুষ বাজারে মাছ ব্যবসা, বিকাশ ও মোবাইল রিচার্জের দোকানদারী করত। গত বরিবার সন্ধ্যায় দোকান থেকে বাড়িতে যাওয়ার সময় কে বা কারা দা দিয়ে মাথায়, কানের উপর, হাতে কুপিয়ে জখম করে, পরে সে মারা যায়। দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মো: নুরুল হক বলেন, দীঘিনালা থানা পুলিশ ১১টায় খবর পেয়ে ১২টায় ঘটনা স্থলে গিয়ে মৃতদেহ পাওয়া যায় নাই, হয়ত কৃপাধন চাকমা কোন আঞ্চলিক সংগঠনে সাথে জড়িত আছে। পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করেনি, থানায় অভিযোগ করলে অভিযোগ নেয়া হবে।
আপনার মতামত লিখুন :