দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমনের বীজ বিতরণ


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৪, ৭:৩২ অপরাহ্ন /
দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমনের বীজ বিতরণ

মো: সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় সম্প্রতি বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উফশী জাতের বীজ, সার ও নগদ অর্থ প্রদান করা হয়।
২ সেপ্টেম্বর সোমবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমন ধানের উফশী জাতের বীজ, সার ও নগদ অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মামুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহাদত হোসেন, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন, কৃষি উপ-সহকারী কর্মকর্তা প্রমুখ। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১শত ৫০জনকে রোপা আমন ধানের উফশী জাতের বীজ ১০কেজি, ডিএসপি সার-১০কেজি, এমওপি সার ১০কেজি এবং ধানক্ষেত পরিচর্যা করার জন্য মোবাইল ব্যাংকিং, নগদ, বিকাশ এবং কৃষি অ্যাকাউন্ট এর মাধ্যমে ১হাজার করে টাকা প্রদান করা হয়।