মো: সোহেল রানা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য ও ত্রান-সামগ্রী বিতরণ করেছে কেন্দ্রীয় যুবদলের নেতাকর্মীরা। ২৫অগস্ট রবিবার দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউপির ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা যুবদলের সহযোগিতায় এবং খাগড়াছড়ি জেলা যুবদলের আয়োজনে কেন্দ্রীয় যুবদল বন্যায় প্লাবিত প্রায় ৪ শতাধিক পরিবারের মাঝে খাদ্য ও ত্রান-সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা বিএনপি’র সভাপতি সফিকুল ইসলাম সফি, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, সহ-সভাপতি মো: সোহরাব, দীঘিনালা উপজেলা যুবদল আহবান মো: মোতালেব হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম দুলাল, যুগ্ম আহবায়ক মনির কাজী, মিঠু চৌধুরী, কাজী হারুন, মো: আওয়াল প্রমুখ। খাদ্য ও ত্রাণ-সামগ্রীর মধ্যে ছিলো চাউল ও শুকনো খাবার।
আপনার মতামত লিখুন :