সাধারণ

দীঘিনালায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ  

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা: দীঘিনালা উপজেলার ছোট মেরুং বাজারের পুলিশ ফাঁড়ি সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে দূর্বৃত্তদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মেরুং ইউনিয়ন দক্ষিণ আওয়ামীলীগ। ২২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় মেরুং ইউনিয়ন দক্ষিণ আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।মিছিল শেষে বঙ্গবন্ধু চত্বরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমান কবির রতন, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক, মোঃ মনিরুল ইসলাম ফরাজি, মেরুং ইউনিয়ন (উত্তর) আওয়ামী লীগের সভাপতি মোঃ আমজাদ হোসেন,  উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এফ এম আলমগীর মিয়া প্রমূখ।
বক্তারা  বঙ্গবন্ধু চত্বরে হামলার প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button