সাধারণ

দীঘিনালায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

মো: সোহেল রানা
সঠিক পুষ্টিতে সুস্থ জীবন প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ি দীঘিনালায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৫্এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও লিডারশীপ টু এনসিউর এড্ই কুয়েট নিউট্রিশন(লীন) প্রকল্পে সার্বিক সহযোগীতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পুষ্টি সপ্তাহ বিষয়ক আলোচনা সভায় উপজেলা লীন এর কো-অডিনেটর সুনয়ন চাকম‘র সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা‘র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স কর্তমর্তা ডা. তনয় তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম পেয়ার আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বনা চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা ও সন্তোষ জীবন চাকমাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা বক্ত্যরা বলেন, বাংলাদেশ এখন খাদ্য স্বংয়ণসম্পূর্ণ। পেটভরে শুধু খাবর খেলে হবে না, খাদ্যে পুষ্টিরগুন সম্পর্কে জানতে হবে। পুষ্টিকর খাবার খেতে হবে যাতে করে শরীরে পরিপূর্ণ পুষ্টি পায়। সকলকে পুষ্টিকর খাবর সম্পর্কে সচেতন হবে। সুস্বাস্থ অধিকারী হতে হলে পুষ্টিকর খাবারের বিকল্প নাই। আলোচনা ডা. তনয় তালুকদার বলেন পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা ৫টি ইউনিয়নের শতাধিক দুস্থ ও গবির মানুষের মাঝে পুষ্টিকর খাবার বিতরন করা হবে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button