দীঘিনালায় পবিত্র মাহে রমজান আগমণ স্বাগত জানিয়ে র‌্যালী


admin প্রকাশের সময় : মার্চ ১, ২০২৫, ৬:১২ অপরাহ্ন /
দীঘিনালায় পবিত্র মাহে রমজান আগমণ স্বাগত জানিয়ে র‌্যালী

মো: সোহেল রানা
আত্বশুদ্ধির মাস পবিত্র মাহে রমজানুল মোবারক স্বাগত জানিয়ে খাগড়াছড়ি দীঘিনালায় র‌্যালী ও আলোচনা সভা করা হয়েছে।
শনিবার(০১মার্চ) বিকাল সাড়ে ৫টায় দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত আয়োজনে কবাখালী বাজারের কবাখালী আল আমিন বারীয়া নুরানী হিফজখানা মাদ্রাসা শিক্ষার্থীদের অংশ গ্রহণে আহলান সাহলান মাহে রমজানুল মোবারক‘র শ্লোগানে পবিত্র মাহে রমজান আগমণ উপলক্ষে স্বাগত জানিয়ে র‌্যালী বের করা হয়। কবাখালী আল আমিন বারীয়া নুরানী হিফজখানা মাদ্রাসার সামন থেকে র‌্যালীটি করে কবাখালী বাজার প্রদক্ষিণ করে। পরে কবাখালী বাজারের বটগাছের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। দীঘিনালা উপজেলা এতে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা‘আত সিনিয়র সহ সভাপতি হাফেজ মাও: মুহাম্মদ ছবুর আল কাদেরী‘র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর সভাপতি মাও: মুহাম্মদ আসলাম উদ্দিন, কবাখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি মো: আমির হোসেন দুলাল। এতে উপস্থিত ছিলেন, দীঘিনালা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর কোষাধক্ষ্য মাও: আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মাও: সেলিম উদ্দিন, কবাখালী জালালাবাদ জামে মসজিদের সাধারন সম্পাদক মো: আব্দুর ছাত্তার, মাও: মো: রফিকুল ইসলাম প্রমুখ। এতে বক্তরা বলেন মাহে রমজানের এর পবিত্রা রক্ষায় আমরা দিনের বেলা পানাহার থেকে বিরত থাকব। মহান আল্লাহ সন্তুটি লাভের জন্য সকল প্রকার পাপ কাজ থেকে আমরা বিরত থাকব।