সাধারণ

দীঘিনালায় জোন কর্তৃক হতদরিদ্র শিশুকে চিকিৎসার জন্য অনুদান প্রদান


সোহেল রানা, দীঘিনালা প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালা জোনের পক্ষথেকে অসহায় হতদরিদ্র পাহাড়ি শিশুকে উন্নত চিকিৎসার জন্য ৫হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। ১৫ নভেম্বর রবিবার সকালে দীঘিনালা জোন সদরে মেরুং ইউনিয়নের পূর্ববাঁচা মেরুং এলাকার বাসিন্দা পদ্মা রানী চাকমার (১০) উন্নত চিকিৎসার জন্য ৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে জোনাল স্টাফ অফিসার মেজর মোহাম্মদ সাকিব হোসেন। এ সময় মেজর সাকিব হোসেন বলেন, দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে পাহাড়ি ও বাঙ্গালীদের মাঝে সকল ধরনের সাহায্য সহযোগিতা ও অনুদান প্রদান অব্যাহত রেখেছে। পূর্বেও দীঘিনালা জোন পাহাড়ি বাঙ্গালীদের সাহায্য সহযোগিতা করে আসছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button