দীঘিনালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা


admin প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৫, ৭:১১ অপরাহ্ন /
দীঘিনালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা

 

মো: সোহেল রানা : “দুর্যোগের পূর্বাভাস, প্রস্তুতি বাঁচায় প্রাণ ও ক্ষয়ক্ষতি”—এই প্রতিপাদ্যকে ধারণ করে খাগড়াছড়ির দীঘিনালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশলী কর্মকর্তা মো: শামসুল আলম, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকারিয়া, সাংবাদিক মো: সোহেল রানা এবং দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা।

বক্তারা বলেন, কোনো দুর্যোগ আগাম সতর্কবার্তা দিয়ে আসে না, তবে পূর্ব প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব। আগুন লাগলে দ্রুত উৎপত্তিস্থলেই নিয়ন্ত্রণ করতে পারলে তা সহজে নেভানো যায়। পাশাপাশি, দুর্যোগ মোকাবিলার জন্য প্রত্যেককে প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণ করা উচিত।