দীঘিনালায় জনসাধারনের মাঝে সচেতনতামূলক অগ্নিনির্বাপন মহড়া প্রদর্শন

মোঃ সোহেল রানা দীঘিনালা(খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি দীঘিনালায় মেরুং ইউনিয়নের দীঘিনালা জোনের আয়োজনে চোংড়াছড়ি আর্মি ক্যাম্পের উদ্যোগে চোংড়াছড়ি এলাকার জনসাধারনের মাঝে সচেতনতামূলক অগ্নিনির্বাপন মহড়া প্রর্দশন করা হয়েছে। বুধবার(৫ জানুয়ারী) এ সময় চোংড়াছড়ি আর্মি ক্যাম্প হেলিপ্যাড এ চোংড়াছড়ি এলাকার জনসাধান ও চোংড়াছড়ি আর্মি ক্যাম্প এর সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। মহড়া সার্বিকভাবে পরিচালনা করেন বেতছড়ি সাব-জোন কমান্ডার ক্যাপ্টেন মোঃ মাসুদ রানা, এছাড়া উপস্তিত ছিলেন চোংড়াছড়ি ক্যাম্প কমান্ডার সিনিঃ ওয়ারেন্ট অফিসার আব্দুর রউফ। এই সচেতনতামূলক মহড়া প্রদর্শন দীঘিনালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহকারী-উপ পরিদর্শক মোঃ নুর আলম সিদ্দিকী এবং ফায়ারকর্মীগন। মহড়া শেষে ক্যাপ্টেন মোঃ মাসুদ রানা বলেন, আজকের মহড়া থেকে সামান্য হলেও আগ্নিকান্ড থেকে জীবন বাঁচানোর জন্যে ও আগুন নিভানোর কৌশল সম্পর্ক ধারনা পাওয়া গেলো। এতে করে আমাদর বাস্তব জীবনে কাজে লাগবে।