দীঘিনালায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার


admin প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৪, ৭:১৭ অপরাহ্ন /
দীঘিনালায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

দীঘিনালা প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদরের পোমাংপাড়া এলাকায় স্বর্ণ কুমার ত্রিপুরা (৪৫) এর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি পেশায় একজন বাবুর্চি ছিলেন।
সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত ব্যক্তি ঐ গ্রামের মৃত বদন কুমার ত্রিপুরার ছেলে।
দীঘিনালা থানার ওসি মুহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মধ্যরাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে। লাশটি পোমাংপাড়া রাস্তার ওপর থেকে উদ্ধার করা হয়েছে। আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে’।