দীঘিনালায় “কার্প জাতীয় মাছের নার্সারী ব্যবস্থাপনা বিষয়ক”প্রশিক্ষণ


admin প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন /
দীঘিনালায় “কার্প জাতীয় মাছের নার্সারী ব্যবস্থাপনা বিষয়ক”প্রশিক্ষণ

মো: সোহেল রানা:
খাগড়াছড়ি দীঘিনালায় ২০২৪-২০২৫ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায়“কার্প জাতীয় মাছের নার্সারী ব্যবস্থাপনা বিষয়ক” তিন দিনব্যাপি প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
সোমবার(২৫নভেম্বর) সকাল ১০টায় দীঘিনালা উপজেলা মৎস্য দপ্তর আয়োজনে মেরুং ইউনিয়নের গোরস্থান পাড়ায় এলাকায় পুকুর পাড়ে ২০২৪-২০২৫ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায়“কার্প জাতীয় মাছের নার্সারী ব্যবস্থাপনা বিষয়ক” তিন দিনব্যাপি প্রশিক্ষণ উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ। দীঘিনালা উপজেলা শাখার জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম ও কৃষক দলের মো: রফিকুল ইসলাম। প্রশিক্ষনে ৩০জন মাছ চাষী অংশ নেয়।

প্রশিক্ষণ উদ্বোধনকালে জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ বলেন, পুকুরের মাছ চাষের পাশাপাশি পোনা উৎপাদন করে বিক্রি করতে পারে। দীঘিনালা উপজেলায় মাছের পোনার অনেক চাহিদা রয়েছে।এছাড়া মাছচাষীরা পুকুর পাড়ে সাথী ফসল হিসেবে কলা, পেঁপে, বিভিন্ন ধরেন শাক-সবজিও চাষ করতে পারে। মাছ চাষ করে দারিদ্র বিমোচন করা সম্ভব, মাছ চাষে লোকশান নাই বললেই চলে। মাছের প্রচুর চাহিদা রয়েছে। প্রশিক্ষনে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, কার্প জাতীয় মাছের নার্সারী ব্যবস্থাপনা বিষয়ক” প্রশিক্ষণ নিয়ে মাছ চাষীরা তাদের পুকুরের পোনা উৎপদন করতে পারবে। মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ে বিভিন্ন ধরনে ফসল, শাক-সবজিও চাষ করে সংসারের চাহিদা পূরণ করে বিক্রি করে বাড়তি আয় করতে পারবে।