দীঘিনালায় ঈদে মিলাদুন নবী(স) উপলক্ষে আল আমিন বারীয়া হিফজখানা ছবক প্রদান

মো: সোহেল রানা
খাগড়াছড়ি দীঘিনালায় ঈদে মিলাদুন নবী (স) উদযাপন উপলক্ষে কবাখালী আল আমিন বারীয়া নুরানী হিফজখানায় ছাত্রদের ছবক প্রদান মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে।
বৃহস্পতিবার(১৩অক্টোবর) সকাল ১১টায় কবাখালী আল আমিন বারীয়া নুরানী হিফজখানার আয়োজনে ঈদে মিলাদুন নবী (স) উদযাপন উপলক্ষে কবাখালী আল আমিন বারীয়া হিফজখানায় ছাত্রদের ছবক প্রদান মিলাদ দোয়া মাহফিল ও আলোচনা সভার সভাপতিত্ব করেন আল আমিন বারীয়া নুরানী হিফজখানার পরিচালক মাওলানা মো: আবদুচ ছবুর আল কাদেরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল আমিন বারীয়া নুরানী হিফজখানার পরিচালনা কমিটির সভাপতি ও কবাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: মফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবাখালী আল আমিন বারীয়া ইবতেদায়ী মাদ্রসার সুপার মীর মো: আলী হায়দার, কবাখালী আনসার ভিডিপি প্লাটুন কমান্ডার মো: আমির হোসেন দুলাল, সহকারী প্লাটুন কমান্ডার মো: সেলিম, কবাখালী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: আবদুর রহমান, কবাখালী মুসলিম পাড়া জামে মসজিদ‘র ইমাম মাওলানা মো:তৌহিদুল ইসলাম, নুরানী হিফজখানা পরিচালনা কমিটির সদস্য মো: আনোয়ার হোসেন, মাওলানা শাহ জাহান সিরাজী, শিক্ষক মো: হুময়ুন করিব প্রমূখ। আলোচনা সভাশেষে নুরানী হিফজখানা বিভাগের ৪জন ছাত্র মো:আল আমিন(১৩), মো: জিহাদ উদ্দিন(১২), মো: কামরুল হোসেন(১০) ও মো: রাসেল হোসেন(১০)কে হিফজ ছবক প্রদান করা হয়। পরে মিলাদ কিয়াম ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। অত্র নুরানী হিফজখানায় অর্ধশত ছাত্রছাত্রী অধ্যয়রত রয়েছে।