মো: সোহেল রানা: খাগড়াছড়ি দীঘিনালায় আইএফআইসি ব্যাংকের ৪৮বৎসপূর্তি উদযাপন করা হয়েছে। ৮অক্টোবর
মঙ্গলবার বিকাল ৪টায় দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারের আইএফআইসি ব্যাংকের উপশাখার আয়োজনে ৪৮তম বৎসপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ইনচার্জ আদিত্য চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন।
অনুষ্ঠানে অংশ নেন ব্যাংকের গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীরাও। জানাযায়, ১৯৭৬ সালে ফাইন্যান্সিয়াল কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে এটি এখন একটি শীর্ষস্থানীয় ব্যাংকে রূপান্তরিত হয়েছে। আলোচনায় সভায় ব্যাংকের সফলতা ও গ্রাহকদের অবদানের কথা তুলে ধরা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংকের ট্রানজেকশন সার্ভিস অফিসার সনজয় ও মোঃ জালাল।
আপনার মতামত লিখুন :