সাধারণ

দীঘিনালায় অস্ত্রসহ চার সন্ত্রাসী আটক 

দীঘিনালা প্রতিনিধি : খাগড়াছড়ি দীঘিনালায় অস্ত্র ও নগদ টাকাসহ ৪ সন্ত্রাসীকে আটক করছে যৌর্থ বাহিনীর  সদস্যরা।
জানা যায়, ২ মার্চ মঙ্গলবার  দীঘিনালা ইউনিয়নের ভিতর বানছড়ার ফ্রেশ বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে যৌর্থ বাহিনীর অভিযানে ৪ ইউপিডিএফ সন্ত্রাসীকে  আটক করা  হয় ।  আটককৃত হলো-: রাঙ্গামাটি  জেলার বাঘাইছড়ি উপজেলার হাগলাছড়া গ্রামের বিধু ভূষণ চাকমা অনিক (৫১), দীঘিনালা উপজেলার মধ্যবানছড়া গ্রামের সমর বিজয় চাকমা (৩৬), কবাখালী ইউনিয়নের কৃপাপুর গ্রামের প্রত্যয় চাকমা প্রীতি (৪২) দীঘিনালা ইউনিয়নের ভিতরবানছড়া গ্রামের পূর্ণ জীবন চাকমা  ওরফে দিগন্ত চাকমা (৪২)। এ সময় তাদেরকে তল্লাশি চালিয়ে ১টি ইউএসএ পিস্তল, ১টি কাঠের বাটযুক্ত পিস্তল,ম্যাগাজিন ৩টি, ৪০রাউন্ড গুলি, নগদ ৫লক্ষ  ৭৪হাজার ৫শত২১ টাকা, ৭টি বাটন মোবাইল, ১টি স্মার্ট ফোন, ১০টি সিম কার্ড,  ৭টি চাঁদা আদায়ের রশিদ বই ও ছোট বড় ৪টি ব্যাগ।
দীঘিনালা থানা অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button