দীঘিনালায় অসচ্ছল প্রতিবন্ধীদের আর্থিক অনুদান প্রদান


admin প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৪, ৯:২৩ অপরাহ্ন /
দীঘিনালায় অসচ্ছল প্রতিবন্ধীদের আর্থিক অনুদান প্রদান

 

মো: সোহেল রানা : খাগড়াছড়ি দীঘিনালায় অসচ্ছল ১২জন প্রতিবন্ধীকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দীঘিনালা উপজেলার অসচ্ছল ১২জন প্রতিবন্ধীকে আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মামুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা।
অনুদান পেয়ে অনুরা চাকমা, মেরাজ আলী ও ইয়ান চাকমা বলেন, আমরা অনেক সময় আর্থিক সমস্যায় থাকি, পড়াখেলা ও চিকিৎসা খরচে সমস্যা পড়ি। ইউএনও স্যার আমাদেরকে আর্থিক সহযোগীতা করেছে।
দীঘিনালা নির্বাহী অফিসার মো: মামুনুর রশীদ বলেন, অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এতে করে তারা কিছুটা সমস্যা সমাধান করতে পারবে।