সাধারণ

দীঘিনালায় অবৈধভাবে বালু উত্তোলনে

ভ্রাম্যমাণ আদালতে ৫০হাজার টাকা জরিমানা

 

প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালা  উপজেলার মেরুং ইউপির বগাপাড়া শিমুলতলী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০হাজর টাকা জরিমানা এবং অনাদায়ে ১মাসের জেল হিসেবে দন্ড দেয়া হয়েছে।

২৭ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২ টার দিকে দীঘিনালা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজ্বালা পারভিন রুহি মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় স্থানীয় লক্ষ্মী চাকমার ছেলে কালা চাকমা (৩৫)ও মিলন চাকমা (২৮)কে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এ দন্ড প্রদান করা হয়। দীঘিনালা উপজেলার মেরুং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ নোমান সিদ্দিকী পুলিশের একটি টিমের সহয়তায় এই অভিযান পরিচালনা করেন।  উপজেলার মেরুং ইউপির বগা পাড়া শিমুল তলী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছেন এমন খবর পেয়ে মোবাইল টীম সেখানে গেলে দেখা যায়,পানির পাম্প ও পাইপ এর সাহায্যে একটি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। বালি ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর-এর (২) ধারার আইন ভঙ্গ করার অপরাধে ১৫ধারায় ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে ১মাসের জেল দেয়া হয়েছে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button