মো: সোহেল রানা
খাগড়াছড়ি দীঘিনালায় বড়াদম এলাকায় এক জীবগাড়ী চালকের বসতবাড়ি ঘর পুরে ছাই হয়ে যাওয়া পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার(২২জানুয়ারি) দুপুরের উপজেলার দীঘিনালা ইউনিয়নের বড়াদম এলাকায় জীবগাড়ি চালক সোহেল জ্যোতি চাকমা‘র বাড়িতে গিয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মো: মামুনুর রশীদ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা, সাংবাদিক আল আমিন প্রমূখ।
সোহেল জ্যোতি চাকমা জানান, একজন জীব গাড়ি চালক, সাজেকে পর্যটকবাহী গাড়ি চালাই। পর্যটক নিয়ে সাজেকে গিয়েছিলাম। আমার স্ত্রী বাড়ি পাশে জমিনে কাজ করছিল। এলকার মানুষ আমাকে ফোন দেন আমার বাড়িতে আগুন ধরছে। তাড়াতাড়ি করে এসে দেখি বাড়িঘর সম্পূর্ন পুড়ে গেছে। আমার ঘরে থাকা সব জিনিস পত্র ও দলিল, ছেলে মেয়েদের বইখাতা, স্কুলের সার্টিফিকেট সবকিছু পুড়ে গেছে। ত্রান সামগ্রীর মধ্যে ছিল শীতের কম্বল, শুকনো খাবার, চাল, ডাল, তেল, নগদ ১০হাজার টাকা সহয়তা দেয়া হয়।
আপনার মতামত লিখুন :