সাধারণ
দীঘিনালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে অর্থ সহায়তা করেছে উপজেলা প্রশাসন

দীঘিনালা প্রতিনিধি:
খাগড়াছড়ির বাবুছড়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে বসতঘর ও দোকান পুড়ে যাওয়া লিটন চাকমা’র পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন।
গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে বৈদুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক দীঘিনালা ফায়ার সার্ভিস অফিসকে ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
এসময় বসতঘর ও দোকানে থাকা আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে যায়। পরে আজ সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা মুস্তফা অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি পরিদর্শন করে। এ সময় ভুক্তভোগী পরিবারকে শুকনা খাবার, শীতবস্ত্র ও নগদ সাড়ে ৭ হাজার টাকার অনুদান প্রদান করেন।
এমময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মুশফিকুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি।