দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান


admin প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৫, ৬:১৫ অপরাহ্ন /
দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান

 

মো: সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় লারমা স্কয়ারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন।

৭ মার্চ শুক্রবার ভোরে লারমা স্কয়ারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮ জন দোকান মালিক ও ব্যবসায়ীর মাঝে নগদ অর্থ, চাল, শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়। ৮ মার্চ শনিবার  জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ও পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এই সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, সাংবাদিক মো. সোহেল রানা, বাজার কমিটির সভাপতি নিপু চাকমাসহ অনেকে।

জেলা প্রশাসক বলেন, অগ্নিকাণ্ডে যে পরিমাণ ক্ষতি হয়েছে, প্রশাসনের পক্ষে তা সম্পূর্ণভাবে পূরণ করা সম্ভব নয়। তবে প্রাথমিক সহায়তা হিসেবে নগদ ৫ হাজার টাকা, ৩০ কেজি চাল, দুটি কম্বল, ৫ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ছোলা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে দোকানের সামনে অগ্নিনির্বাপক সরঞ্জাম রাখা জরুরি। ক্ষতিগ্রস্তদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা।