দরিদ্রদের জন্য চিকিৎসা কেন্দ্রের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রতিনিধি : গুইমারায় ১৪ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের চিকিৎসা কেন্দ্র (এম.আই রুম) এর নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ৫ জানুয়ারী শনিবার সকালে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিাত ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাউদ্দিন, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া সহ সামরিক পদস্থ কর্মকর্তাবৃন্দ ।
এসময় কংজরী চৌধুরী বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আত্মসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী । পার্বত্যাঞ্চলের মানুষ শান্তিপ্রিয়। সরকারও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী সরকারকে সহযোগীতা করছে। উন্নয়নের এধারা অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিতে সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে কাজ করতে হবে’।
উল্লেখ্য যে, ২০১৮সালে সিন্দুকছড়ি জোন এম.আই.রুমের মাধ্যমে পাহাড়ের হতদরিদ্র পাহাড়ী-বাঙ্গালী প্রায় ১২হাজার রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।