তিন কিশোরী ফুটবলারকে সংবর্ধনা প্রদান

প্রতিনিধি॥ অনূর্ধ ১৬ জাতীয় নারী ফুটবল দলের তিন খেলোয়ার আনাই মগিনী, আনুচিং মগিনী ও মনিকা চাকমাকে সংবর্ধনা দিয়েছে প্রগতি সংঘ। বুধবার বিকালে প্রতিষ্ঠানটির হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রগতি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম।
এসময় বিশিষ্ট শিক্ষাবিদ খাগড়াছড়ি সরকারী কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা, প্রগতি সংঘের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ রাজনীতিবিদ মোঃ জাহেদুল আলম, কল্যান মিত্র বড়–য়া, খাগড়াছড়ি ফুটবল ফেডারেশনের সভাপতি অনুপ কুমার চাকমা, সুব্রত পারিয়াল, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মো. শানে আলম, প্রগতি সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জাহাঙ্গির আলম প্রমূখ।
অনুষ্ঠানে সংবর্ধিত কৃতি ফুটবলারদের হাতে ফুল, ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেয়া হয়। আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশ গ্রহনের কারণে মনিকা চাকমা দেশের বাইরে থাকায় তাঁর পক্ষে বাবা বিন্দু কুমার চাকমা সম্মাননা গ্রহন করেন।
অনুষ্ঠানে আনাই মগিনী বলেন তাদের মতো যেন আরো অনেক কৃতি মহিলা ফুটবলার উঠে আসে। সেজন্য সবাইকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন খাগড়াছড়িকে আগে অনেকে চিনেতো না। আনাই আনুচিং মনিকারা খাগড়াছড়িকে চিনিয়েছেন। খাগড়াছড়ি আপার পেরাছড়ার তৃষ্ণা চাকমাও জাতীয় দলের অধিনায়ক ছিলেন।