তিন ইউনিয়নের তিন ইউপি সদস্যের হ্যাট্রিক শপথ গ্রহণ

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ১নং মানিকছড়ি সদর, ২নং বাটনাতলী ও ৪নং তিনটহরী ইউনিয়ন পরিষদদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঐ নির্বাচনে অংশ নিয়ে টানা তৃতীয়বারের মত নির্বাচিত হন তিন ইউনিয়নের তিন ইউপি সদস্য। তারা হলেন, ১নং মানিকছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে মো. মোশারফ
হোসেন, ২নং বাটনাতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে থেকে আবুল হাসেম ও ৪নং তিনটহরী ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে মো. জাহাঙ্গীর হোসেন সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হন। এর আগে ২০১১ সালের ২২ মে প্রথম বারের মত ও ২০১৬ সালের ২৩ এপ্রিল দ্বিতীয় বারের মত তারা এই তিনজন জনপ্রতিনিধি জনগণের প্রত্যেক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন। বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তিন ইউপিতে নির্বাচিত ৯ জন সংরক্ষিত সদস্য ও ২৭ জন সাধারণকে উপজেলা পরিষদ টাউন হলে শপথ বাক্য পাঠ
করান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। এছাড়াও ওসি তদন্ত মো. ইলিয়াস হোসেন, দ্বিতীয়বারের মত নির্বাচিত ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, নবনির্বাচিত ২নং বাটনাতলী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, ৪নং তিনটহরী ইউপি চেয়ারম্যান
আবুল কালাম আজাদ, ইউপি সচিব মো. মোসারফ হোসেন মজনু, মো. আব্দুল হাকিম, মো. সুমন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে টানা হ্যাট্রিক শপথ গ্রহণ করলেন মো. মোশারফ
হোসেন, আবুল হাসেম, মো. জাহাঙ্গীর হোসেন। টানা তৃতীয়বারের মত শপথ গ্রহণের পর তারা বলেন, জনগণের ভোটে
নির্বাচিত হওয়ার পর থেকে নির্বাচিত এলাকার মানুষের কাঙ্খিত সেবা পৌছে দেয়ার চেষ্টা করেছি। রাত-দিন মানুষের প্রয়োজনে কাজ করে গেছি। মানুষও কাজের মূল্যায়ন করেছেন। তাই সত্যি আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আগামী পাঁচটি বছর যেহেতু আবারও সেবা করার সুযোগ পেয়েছি সেহেতু এলাকার গরিব-দুঃখি মানুষের সেবা করে যাব। চেষ্টা থাকবে এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে। পাশাপাশ অতিতের ন্যায় আগামীতেও এলাকার সর্বস্থরের জনগণে সহযোগিতাও কামনা করেন তারা।