সাধারণ

তালেবানের ওপর নিষেধাজ্ঞা আরোপে কোনো লাভ হবে না বলে জানিয়েছে চীন

চীনা কর্তৃপক্ষ আন্তর্জাতিক সম্প্রদায়কে বলেছে যে আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করে কোনো লাভ হবে না জানিয়েছে চীন । নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করার ফলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে চীনা কর্তৃপক্ষ।
চীন বলেছে, তালেবানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিবর্তে বিশ্বের বিভিন্ন দেশগুলোর উচিৎ আফগানিস্তানে হওয়া বিভিন্ন ইতিবাচক পরিবর্তনগুলোর প্রতি সমর্থন দেয়া।
মঙ্গলবার এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, আফগানিস্তানে নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের মাধ্যমে কোনো সমস্যার সমাধান আসবে না। এছাড়া নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করার ফলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।
তাই, বিশ্বের বিভিন্ন দেশগুলোর উচিৎ ইতিবাচকভাবে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখা এবং দেশটির বর্তমান কর্তৃপক্ষকে উৎসাহিত করা। আফগানিস্তানে শান্তিপূর্ণ পুনর্গঠন ও জনগণের উন্নয়নে ভূমিকা পালন ও স্বাধীনভাবে আফগানিস্তানে উন্নয়নের দ্বার প্রসারিত করা সকল দেশের দায়িত্ব।
সূত্র : এপি

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button