সাধারণ

তামাক চাষ বন্ধে সকলকে এগিয়ে আসা উচিত …..কংজরী চৌধুরী

প্রতিনিধি : পার্বত্য এলাকায় তামাক চাষ বন্ধে চাষীদের সচেতনতার পাশা-পাশি, সরকারি- বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

২৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি পর্যটন মোটেলে বেসরকারি কয়েকটি উন্নয়ন সংস্থার প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।

এসময় তিনি বলেন, তামাক চাষের ফলে মাটির উর্বরতার হ্রাসের সাথে সাথে পার্বত্য চট্টগ্রামে ধান ও মৌসুমি সবজি চাষ ব্যাহত হচ্ছে। তাই এ বিষয়ে আমাদের সকলের সচেতন হওয়া উচিত।
‘মানুষের জন্য’ ফাউন্ডেশন নামে একটি সংস্থা খাগড়াছড়ির বেসরকারি তিন উন্নয়ন সংস্থাকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম, স্থায়ীত্বশীল জীবিকা ও আধুনিক কৃষি ব্যবস্থা নিয়ে কাজ করতে তিন বছরের জন্য অর্থ সহায়তা দিচ্ছে।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button