টেকনাফ-১৬ এপিবিএনের পৃথক অভিযানে ৪ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার

ফরিদুল ইসলাম রনি : কক্সবাজারের টেকনাফ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৬ (এপিবিএন) সদস্যরা সোমবার হ্নীলা ইউপিস্থ ক্যাম্প-২৫ আলীখালী ও ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ে পৃথক দু’টি অভিযানে সক্রিয় ডাকাত দলের ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
১৭ জানুয়ারি সোমবার সাড়ে ৪:০০ টার সময় রোহিঙ্গা সন্ত্রাসী শামসুল আলম(৪০), পিতা-মৃত মোহাম্মদ, মাতা-মৃত সৈয়দা খাতুন, সাং-ব্লক ডি/২০, ঘর নং-৮০/৭, এফসিএন-২৮৯৬২২, ক্যাম্প-২৫ (আলিখালী)’কে তার বসত ঘরের সামনে হতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা নং-৪০ তারিখ- ১০/০২/২০১৯ খ্রিঃ, ধারা-৩৬৫/৩৪ পেনাল কোড, বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। অন্যদিকে সোমবার (১৭ জানুয়ারি) আনুমানিক ১:৪৫ মি: সময় ৩ রোহিঙ্গা সন্ত্রাসীদের ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করতে সক্ষম হয়, (১৬ এপিবিএন) আসামিরা হলেন, ইয়াছিন (২৫), পিতা-নুর মোহাম্মদ , ব্লক-এ/৫, ঘর নং-১০১৬, এফসিএন-৪০২৫৯৫, ২। নবি উল্লাহ (২৯), পিতা-ইমান হোসেন, ব্লক-সি/২, ঘর নং-২৪১, এফসিএন-২৪৯৩৬৭ এবং ৩। মোঃ সলিম (২৩), পিতা-মৃত মোহাম্মদ হোসেন, ব্লক-বি/৪, ঘর নং-১৫১৮, এফসিএন- ২৪৬৯৩৯, টেকনাফ মডেল থানার মামলা নং-৮০, তারিখ-২৩/১১/২১ খ্রিঃ, ধারাঃ-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (f) তৎসহ ৩৯৯/৪০২ পেনাল কোড সর্ব ক্যাম্প-২২ (উনচিপ্রাং)’দের গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, বর্ণিত রোহিঙ্গা মাদক কারবারি, অস্ত্রধারী সন্ত্রাসাী ও অপহরন পূর্বক মুক্তিপণ আদায়কারী গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে ক্যাম্প এলাকায় জনশ্রুতি রয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারী) গণমাধ্যমে প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক জানান, আটকৃতরা হলেন রোহিঙ্গা সন্ত্রাসী শামসুল আলম (৪০), সন্দিগ্ধ আসামী রোহিঙ্গা ইয়াছিন (২৫), নবি উল্লাহ (২৯), মোঃ সলিম (২৩)। তারা ক্যাম্পের রোহিঙ্গা মাদক কারবারি, অস্ত্রধারী সন্ত্রাসাী ও অপহরন পূর্বক মুক্তিপণ আদায়কারী গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে ক্যাম্প এলাকায় জনশ্রুতি রয়েছে। তিনি আরও জানান, এই পৃথক অভিযানে পৃথক মামলা দায়েরের পর গ্রেফতারকৃত রোহিঙ্গাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে