জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করলো পানছড়ি থানার এসআই অনিক

অভিন্ন মানদন্ডের আলোকে ২০২২ সালের মার্চ মাসে খাগড়াছড়ি জেলা পুলিশে শ্রেষ্ঠত্ব অর্জন করলো পানছড়ি থানার এসআই অনিক কুমার দে। 23 এপ্রিল (শনিবার) মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠত্বের সম্মাননা ও সনদ তুলে দেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে মাষ্টার্স করা অনিক কুমার দে চট্টগ্রাম আকবর শাহ থানাধীন লতিফপুর এলাকার মিলন চন্দ্র দে ও রিতা দে’র সন্তান। তিনি বাংলাদেশ পুলিশ
বাহিনীতে ৩৬ তম ব্যাচে এসআই পদে যোগদান করেন। এসআই অনিক স্বল্পভাষী হলেও দারুণ মেধাবী। যেখানে তিনি অপরাধীদের থাবা মেরেছেন সেখান থেকেই
শিকার নিয়ে ফিরেছেন। বিশেষ করে চোরাই ও হারানো মোবাইল উদ্ধারে রয়েছে তাঁর বিশেষ মেধা। পানছড়ি থানায় যোগদানের পর প্রায় ২২টির অধিক মোবাইল
উদ্ধার করে মুন্সিয়ারা দেখিয়েছেন। তাঁর এই কৃত্বিত্বের জন্য পানছড়ি থানার ওসি মো: আনচারুল করিমের দিক নির্দেশনা-সহযোগিতা ও সহকর্মীদের
আন্তরিকতার কথা বার বার তুলে ধরেন। ওসি মো: আনচারুল করিম বলেন অনিকের কৃত্বিত্বে পানছড়ি থানা পুলিশ গর্বিত। খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার
মোহাম্মদ আবদুল আজিজ বলেন, জেলার সকল এএসআই, এসআই, ওসি (প্রশাসন), ওসি (তদন্ত), সার্কেলদের কর্মদক্ষতা মূল্যায়ন করে নাম্বার প্রদান করা হয়।
সেই নাম্বারের ভিত্তিতে পানছড়ি থানার এসআই অনিক মার্চ ২০২২’এ জেলা
সেরা হয়েছে।