সাধারণ
জুরাছড়ি উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রতিনিধি : ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ১৯৯৬ সাল থেকে জাতিসংঘ প্রতিবছর একটি নিদিষ্ট থিম বা সমসাময়িক প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ বিষয়কে বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পারন করার রেওয়াজ চালু করে। এই বছর আন্তর্জাতিক নারী দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে ” টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”। প্রতিবছরের ন্যায় ৮ মার্চ ২০২২ মঙ্গলবার জুরাছড়ি উপজেলায় সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও সংস্থাগুলো দিবসটি পালন করে।
দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। মোরশেদুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা প্রমূখ। অপরদিকে বেসরকারি এনজিও সংস্থা প্রোগ্রেসিভ কর্তৃক কিশোরীদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করে। এতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।
স্বাগত বক্তব্য রাখেন স্টিনা চাকমা।