সাধারণ
জুরাছড়িতে মৎস্য চাষীদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

জুরাছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জুরাছড়ি মৎস্য চাষীদের প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র । ২৪ জানুয়ারী সোমবার প্রশিক্ষণের প্রথম দিনে জুরাছড়ি উপজেলা পরিষদ হলরুমে ২০ জন মৎস্য চাষীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়ন উপ- প্রকল্প পরিচালক আবদুল্লা আল মামুন । প্রশিক্ষণের প্রথম দিনে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মৃনাল কান্তি চাকমা। এতে মৎস্য চাষীদের মাঝে জাতীয় মাছের মিশ্র চাষ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। আগামী ২৬ জানুয়ারী প্রশিক্ষণ সমাপ্ত হবে এমনটাই জানান মৃনাল কান্তি চাকমা।