জিয়া পরিষদ রামগড় শাখার মতবিনিময় ও পরিচিতি সভা


admin প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ন /
জিয়া পরিষদ রামগড় শাখার মতবিনিময় ও পরিচিতি সভা

জিয়া পরিষদ রামগড় শাখার মতবিনিময় ও পরিচিতি সভা

রামগড় অফিস:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অন্যতম সহযোগী সংগঠন জিয়া পরিষদ রামগড় উপজেলা কমিটির উদ্যোগে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ অক্টোবর সকালে বিএনপির দলীয় কার্যালয়ে জিয়া পরিষদ রামগড় উপজেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও রামগড় উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জিয়া পরিষদের সভাপতি মোজাম্মেল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলা উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেফায়েত উল্লাহ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু প্রমুখ।

এছাড়াও পরিচিতি সভায় জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মোশাররফ হোসেন, রামগড় উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আমীন মেম্বার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সুজায়েত আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মহি উদ্দিন হারুন, উপজেলা জিয়া পরিষদের সিনিয়র সহ সভাপতি আব্দুল মন্নান, সহ- সভাপতি শাহাজালাল, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন,শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন এবং রামগড় উপজেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ নবেম্বর ২০২২ ইং মোঃ দেলোয়ার হোসেনকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মোঃ ইব্রাহীমকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট  পেশাজীবি সংগঠন জিয়া পরিষদ রামগড় উপজেলা কমিটি গঠন করা হয়।