জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের গুইমারা উপজেলা কার্যালয় উদ্বোধন


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৪, ৭:০৫ অপরাহ্ন /
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের গুইমারা উপজেলা কার্যালয় উদ্বোধন

 

আব্দুল আলী : বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের গুইমারা উপজেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় গুইমারা কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কুদ্দুস মার্কেটের ৩য় তলায় উপজেলা সংগঠনের অফিস উদ্বোধন করা হয়। খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু বকর ছিদ্দিকের পরিচালনায় গুইমারা উপজেলা জামায়াতের আমির ডা: রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খাগড়াছড়ি পার্বত্য জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীদের উপর অত্যাচারের স্টীম রোলার চালিয়েছিলো। জামায়াতের শীর্ষ নেতাদের জুডিসিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। বিএনপি নেতা ইলিয়াস আলীসহ জামায়াত শিবিরের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে। এতো কিছুর পরও জামায়াত থেমে থাকেনি। জামায়াতের জনশক্তিরা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সকল বাধা উপেক্ষা করে এগিয়ে গিয়েছে।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ ইউসুফ, জামায়াত নেতা এডভোকেট ইব্রাহিম মনির, সাজেদুর রহমান, খাগড়াছড়ি কওমি ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ওসমান গণি, ইসলামি ছাত্র শিবিরের গুইমারা উপজেলা সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মইন উদ্দিন প্রমুখ। এসময় জামায়াত শিবিরের গুইমারা উপজেলার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।