জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৪, ১০:০৬ অপরাহ্ন /
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলায় বন্যার কারণে সীমিত কর্মসূচিতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৯ই সেপ্টেম্বর সোমবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বির্থীর নেতৃত্বে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, যুগ্ম সম্পাদক আকলিমা খানম, সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা, ত্রাণ বিষয়ক সম্পাদক আওয়াং মারমা, খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা দলের সভাপতি মিটুন রানী ত্রিপুরা ও পৌর মহিলা দলের সভাপতি সালেহা রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।