সাধারণ
জাকের পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

জাকের পার্টির বর্ধিত সভা সোমবার রাতে বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল সভায় সভাপতিত্ব করেন।
সভায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন, চলমান জাকের পার্টির বিভাগীয় ইসলামী মহাসমাবেশ কর্মসুচীর নানা দিক, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখা, ঐক্য,ভ্রাতৃত্ব ও সাম্য বজায় রেখে প্রগতিশীল ধারা অর্থবহ করা এবং দলীয় সাংগঠনিক কর্মকান্ড ও অন্যান্য বিষয়ে নানামুখী আলোচনা হয়।
সভায় কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও মহানগর, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং আওতাধীন থানাসমূহের সভাপতিগন উপস্থিত ছিলেন।