সাধারণ
জলবায়ু শুমারি ৩ দিনব্যাপি প্রশিক্ষন শুরু

সোহেল রানা : পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ পরিসংখ্যান শক্তিশালীকরন প্রকল্পের আওতায় লিস্টিং কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে খাগড়াছড়ির জেলার সুপারভাইজিং কর্মকর্তা এবং গণনাকারীদের ৩ দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে।৭ জানুয়ারী বৃহস্পতিবার জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জেলা পরিসংখ্যান অফিস কার্যালয়ে ৩দিনব্যাপি প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ইসিডিএ প্রকল্প পরিসংখ্যান কর্মকর্তা মো হাবিবুর রহমান, ইন্ড্রাস্ট্রি এন্ড লেবার উইং পরিসংখ্যান কর্মকর্তা মিনার উদ্দিন, খাগড়াছড়ি সদর পরিসংখ্যান কর্মকর্তা রিয়াসাদ উদ্দীন। এতে ৫জন সুপারভাইজার ও ৩০জন গণনাকারী অংশ নেয়। আগামী ১০ জানুয়ারী থেকে মাঠ পর্য়ায় তথ্য সংগ্রহের কাজ শুরু করা হবে।