সাধারণ

ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিয়ান সিকদার চেয়ারম্যান নির্বাচিত

সরওয়ার কামাল মহেশখালী প্রতিনিধি :
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী  ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটর সাইকেল চেয়ারম্যান পদপ্রার্থী রিয়ান সিকদার ৩৯৪১ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৭ই ফেব্রুয়ারী দিনভর ভোট শেষে নির্বাচনের রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমেলন্দু কিশোর পাল  রাত ৮টায় বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন। ৫নং ওয়ার্ডে কেন্দ্রে সকালে নৌকা ও মোটর সাইকেলের প্রার্থীর মধ্যে হাতাহাতির ৫ মিনিটের ঘটনা ঘটলেও কোন প্রকার অপ্রতিকর ঘটনা ছাড়াই উক্ত নির্বাচন সম্পন হয়। নিকটতম প্রার্থী সিরাজুল মোস্তাফ বাশি ঘোড়া) প্রতীক নিয়ে ৩হাজার ৩৪৯ভোট পেয়েছেন। আব্দুস সামাদ (আনারস)প্রতীকে পেয়েছেন ৩হাজার ১৪৮ভোট, মাষ্টার এনামুল করিম  (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ১৬১ ভোট।
এছাড়াও ইউপি সদস্য হিসেবে ১নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছেন ফরিদুল আলম(মোরগ) ৬৬০ ভোট পেয়ে নিকটতম প্রার্থী জসিম উদ্দিন(ফুটবল) ৬২৪ ভোট২নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছেন মোকতুল হোসেন ( ফ্যান)৬৭৪ ভোট, প্রতিদন্ধি ফরিদ আলম(মোরগ) ৪১২ ভোট।৩নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছেন এস এম,মফিজুল হক(ফুটবল) ৮১২ ভোট,বর্তমান মেম্বার,মোঃএকরাম(মোরগ) ৪৯৬ ভোট ৪নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছেন , রাহমত আলম(পাখা) ৩৮১ ভোট প্রতিদন্ধি রেজাউল করিম (মোরগ ৩৮০ ভোট
৫নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছেন(মোরগ)ছৈয়দ করিম ৬৩৫ ভোট।  তার প্রতিদন্ধি মোঃ আমিরু- জ্জামান(আপেল) ৪৭৮ ভোট ৬নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছেন আবুল হোসাইন (ফুটবল) ৪৩৫ ভোট।  নিকটতম প্রার্থী আবু বকর(টিউব ওয়েল) ৩১৩ ভোট। ৭নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছেন মোঃ সেলিম( টিউবওয়েল) ৩৯৪ ভোট পেয়ে।  তার নিকটতম প্রার্থী দিলদার বেগম ২৫৬ভোট। ৮নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছেন নুরুল আলম(মোরগ) ৪০০ ভোট তার প্রতিদন্ধি কবির হোসেন (আপেল) ২৯৫ ভোট ৯নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছেন সুজন কান্তি(ফুটবল) ৭৩৩ভোট নিকটতম প্রার্থী,পলাশ দে(তালা) ৪৭৭ ভোট। সংরক্ষিত ১নং ওয়ার্ডে(১,২,৩) মেম্বার নির্বাচিত হয়েছেন মোছাঃ লুৎফুন্নেছা (মাইক)২৩০৬ ভোট সংরক্ষিত ২নং ওয়ার্ডে(৪,৫,৬) মেম্বার নির্বাচিত বুলবুল আকতার(বক) ২০১৮ ভোট। সংরক্ষিত ৩নং ওয়ার্ডে(৭,৮,৯) মেম্বার নির্বাচিত হয়েছেন ,নুরুজ জাহান( বই)৯৩৮ ভোট মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ছোট মহেশখালী  ইউনিয়নের নির্বাচন কর্মকর্তা রির্টানিং কর্মকর্তা বিমেলন্দ কিশোর পাল আনুষ্ঠানিক ভাবে বেসরকারী ভাবে ফলাফল ঘোষনা করেন। রিটার্নিং অফিসার বিমেলন্দু কিশোর পাল  আরো জানান, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে  ৬,সাধারণ সদস্য পদে ৪১,সংরক্ষিত মহিলা  পদে ১১ জনসহ ৫৮ জন প্রার্থী প্রতিন্দিতা করেছেন। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ১৭ হাজার ৫৬৭ জন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button