চেঙ্গী নদীতে পানিতে ঢুবে ৩ শিশুর মৃত্যূ

পানছড়ি, প্রতিনিধি :
জেলার পানছড়ি উপজেলার কলেজ গেইট এলাকায় চেঙ্গী নদীতে পানিতে ঢুবে তিন শিশুর মৃত্যু বরন করেছে খবর পাওয়া গিয়াছ। ২৮ জানুয়ারী শুক্রবার ১টার দিকে এ ঘটনা ঘটে। পানছড়ি ফায়ার সার্ভিস স্টেশানের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরমান উদ্দিন জানান, কলেজ গেইট বৌদ্ধ মন্দির এলাকায় চেঙ্গী নদীতে পানিতে শিশু পড়ার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নিই। এবং শিশুদের উদ্ধার করে হাসপাতালে পৌছাই। দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এলাকাবাসী ও মৃতের পারিবারিক সুত্রে জানা যায়, নদীর পাড়ে খেলতে গিয়ে শিশু পিবির চাকমা (২বছর) পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে হয়তোবা আরো ২ শিশুও পানিতে ঢুবে মারা যেতে পারে। মৃত শিশুরা হলো উপজেলার সদর ইউনিয়নের কলেজ গেইট এলাকার সত্যধন পাড়ার পুর্নসাধন চাকমা ছেলে পিবির চাকমা ও মেয়ে পরসা চাকমা-(১১) ও সুপন চাকমার ষষ্ঠ শ্রেণী পড়ুয়া জরজরি চাকমা (১৩)। পানিতে পড়ে শিশুদের মৃত্যুতে এলাকায় শোকের মাতম বয়ে চলছে। এছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি আছে ভেবে উপজাতীয় জনসাধারণ হাসপাতালে হট্টগোল করার চেষ্টা চালিয়েছে। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আনচারুল করিম জানান, পানিতে ঢুবে শিশুরা মারা যাওয়ায় এলাকাবাসী হাসপাতালে হট্টগোল করার চেষ্টা করে। মৃতদেহ তাদের আত্বীয় স্বজন নিজ বাড়ীতে নিয়ে গেছেন। পুলিশ পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে হাসপাতালে পুলিশ মোতায়েন করা আছে।