সাধারণ

চীন-বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি ভারত ……ইমরান খান

ভারত নিয়ে অভিযোগের শেষ নেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। এবার চীন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের জন্য প্রতিবেশী ভারতকে হুমকি আখ্যায়িত করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান। একই সঙ্গে দেশটিকে একটি ‘ফ্যাসিবাদী’ রাষ্ট্র মন্তব্য করেন তিনি। জার্মানির সাপ্তাহিক ম্যাগাজিন ‘ডের স্পিগেল’কে দেওয়া সাক্ষাৎকারে খান বলেন, ভারতে এখন উপমহাদেশের সবচেয়ে চরমপন্থি ও বর্ণবাদী সরকার শাসন। দেশটির সরকারের এমন কর্মকাণ্ডে এই অঞ্চলটি যে কোন সময়ে সহিংসতা ছড়িয়ে পড়তে পারার শঙ্কা প্রকাশ করেন তিনি।

ইমরান উল্লেখ করেন, ১৯২০ ও ১৯৩০-এর দশকে নাৎসি বাহিনীর মূল আদর্শে অনুপ্রাণিত তারা। ভারতের বর্তমান শাসন ব্যবস্থা পুরো বিশ্বের জন্যই অনেকটা হুমকি ভারত। ভারত সব প্রতিবেশী দেশের জন্যই হুমকি বলে দাবী করেন তিনি। সাক্ষাৎকারে মার্কিন নির্বাচন, কাশ্মীর নির্বাচনসহ নানা অমীমাংসিত ইস্যু তুলে ধরে যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ হস্তক্ষেপ কামনা করেন ইমরান। বলেন, নতুন মার্কিন প্রেসিডেন্ট যে-ই হোন না কেন, এটাই প্রত্যাশা।আফগানিস্তানে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে ইমরান বলেন, ২৭ লাখ আফগান নাগরিক বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে দীর্ঘ দিন ধরে চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। সেখানে আমাদের কোন শাসনের ইচ্ছা নেই, বরং আফগান নাগরিকদের সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে সেই চেষ্টা করে যাচ্ছি।

# সময়#

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button