চিহ্নিত মাদক ব্যবসায়ী জমির ইয়াবাসহ আটক


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৪, ১০:০৩ অপরাহ্ন /
চিহ্নিত মাদক ব্যবসায়ী জমির ইয়াবাসহ আটক

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৪কি. মি. এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী মোঃ জমির (৩৫) কে গোপন সংবাদের ভিত্তিতে বেইলী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৮পিস ইয়াবা সহ হাতে নাতে আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ।
৭ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭ টায় তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকসহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সতর্ক ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে বদ্ধপরিকর।