চার শিক্ষার্থীকে ফরম ফিলাপের টাকা দিয়েছে সেনাবাহিনী

প্রতিনিধি : ১৪ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি সেনা জোনের সহায়তায় ৪ জন এইচএসসি শিক্ষার্থী পরীক্ষার ফরম পুরনের সুযোগ পেয়েছে।
৫ জানুয়ারী শনিবার সকালে সিন্দুকছড়ি সেনা জোনের আওতাধীন মানিকছড়ি গিরি মৈত্রী কলেজের ৪জন দরিদ্র পরীক্ষার্থীকে এ সহযোগিতা প্রদান করা হয়। জোন অধিনায়কের পক্ষে ক্যাপ্টেন ফয়সাল আহম্মেদ শুভ শিক্ষার্থীদের মাঝে ফরম পুরণের লক্ষ্যে নগদ অর্থ তুলে দেন। এসময় পদস্থ সামরিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন উপস্থিাত ছিলেন।
সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব জানান, আর্থিক সংকটে কোন শিক্ষার্থীর লেখাপড়ায় যাতে কোন প্রকার ব্যাঘাত না ঘটে সে ব্যাপারে সিন্দুকছড়ি জোন সর্বদা তৎপর। সিন্দুকছড়ি জোন সব সময় গরীব ও মেধাবী শিক্ষার্থীর পাশে থাকবে।
গরীব শিক্ষার্থীদের সহযোগিতা করায় গুইমারা সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা গুইমারাবাসীর পক্ষ থেকে সিন্দুকছড়ি জোনকে অভিনন্দন জানিয়ে বলেন, সেনা প্রশাসনের মতো সকলকে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে আসা উচিৎ। তবেই সোনার বাংলা গড়ার কাজ বাস্তবায়ন হবে।