সাধারণ
ঘুমধুম সীমান্তে বিজিবি’র অভিযান,১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,উখিয়া(কক্সবাজার)
কক্সবাজারের উখিয়া লাগোয়া নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।সোমবার (১৭আগষ্ট) কক্সবাজার ৩৪ বিজিবি’র নিয়ন্ত্রিত রেজু আমতলী বিওপিওর একদল জোয়ান অভিযান চালিয়ে পরিত্যক্ত এসব ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ৩৪ বিজিবি’র উপ-পরিচালক মো. তাজমিলুর ইসলাম জানান,কতিপয় ইয়াবা কারবারিরা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদের ভিত্তিতে রেজু আমতলী বিওপি সদস্যরা আমতলী মসজিদের পার্শ্বে পাহাড়ের ঢালুতে অবস্থান নেয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা টহল দলকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে।
বিজিবিও ৮ রাউন্ড পাল্টা গুলি করলে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে লুঙ্গী মোড়ানো ব্যাগ থেকে ১লাখ ৪০হাজার ইয়াবা উদ্ধার করা হয়।