ঘুমধুম সঃ প্রাঃ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনঃ এম.ছৈয়দ আলম সভাপতি

নিজস্ব প্রতিবেদক,উখিয়া,কক্সবাজারঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের দক্ষিণ ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠিত হয়েছে।এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইয়াহিয়া গ্রুপের ঘুমধুমস্থ বনায়ন প্রকল্পের ম্যানেজার, তরুণ আওয়ামীলীগ নেতা এম.ছৈয়দ আলম। ১৬ জানুয়ারী সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে এক সভা উক্ত বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম.সাজেদ উল্লাহর সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক, ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ডাঃশাহজাহান,ঘুমধুম মিসকাতুন্নবী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সেলিম উল্লাহ,ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনজুর আলম,ইয়াহিয়া গ্রুপের ঘুমধুমস্থ বনায়ন প্রকল্পের ম্যানেজার এম.ছৈয়দ আলম,উক্ত বিদ্যালয়ের অভিভাবক সাংবাদিক শ.ম.গফুর,ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন শিকদার,সমাজসেবক আবদুল হামিদ,সাবেক যুবলীগ নেতা মাহমদুল হক বাবুল, সমাজসেবক আবদুল মালেক,আব্বাস উদ্দিন,এনামুল হক,মোবাশ্বেরুল হক,শাহাদাত উল্লাহ,ফরিদা ইয়াসমিন,শিক্ষক সাবেকুন্নাহার,আলী হোসাইন, মোঃইউনুস,মুনিরা এনাম সিংকি,পারভেজ মোহাম্মদ সেলিম,নাজমা আক্তার পিংকি প্রমুখ। পরিচালনা কমিটির ১১ সদস্যের মধ্যে ৮ জন উপস্থিত থেকে হস্ততোলা সমর্থন দিয়ে একমাত্র সভাপতি প্রার্থী এম.ছৈয়দ আলম কে সভাপতি হিসেবে নির্বাচিত করেন।কমিটিতে সভাপতি এম. ছৈয়দ আলম সহসভাপতি আবদুল হামিদ,সচিব প্রধান শিক্ষক হামিদুল হক,শিক্ষক প্রতিনিধি মহিলা নাজমা আক্তার পিংকি,শিক্ষানুরাগী সদস্য সাজেদা বেগম,মহিলা অভিভাবক সদস্য ফরিদা ইয়াসমিন ও ইভানা জাফর সহ ১১ সদস্যের পরিচালনা কমিটি গঠন করা হয়। প্রসঙ্গতঃ সরকারী প্রবিধান মতে সভাপতি পদে বিএ পাস হতে হবে।ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনজুর আলম প্রবিধান মতে সভাপতি পদ গ্রহণে অনিচ্ছা প্রকাশ করাই ছৈয়দ আলম কে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।