ঘুমধুমে এক কন্যা শিশুর পানিতে পড়ে মৃত্যু

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজারঃ
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে মুবিনা আক্তার নামের ১০ মাস বয়সের এক দুগ্ধ শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।গত ১৬ ডিসেম্বর বিকেল ৪ টায় তার মৃতদেহটি ঘুমধুম ইউনিয়নের বেতবনিয়া বাজার সংলগ্ন নিজবাড়ির সামনের পানি চলাচলের হ্ন্রদ থেকে উদ্ধার করা হয়। মারা শিশুর পিতা নুরুল ইসলাম জানান,বাড়ির সামনে পানির ছড়া রয়েছে।শিশুটি উঠানে হামাগুড়ি দিয়ে খেলছিল।তার মাতা বাড়ি ঢুকলে মুহুর্তেই শিশুটি পানিতে পড়ে যায়।মাতা এসে পানি থেকে উদ্ধার করে তৎক্ষনাৎ কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যায়। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি অপমৃত মামলা হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই জীবন চৌধুরী জানান,মামলার বিষয় তদন্তাধীন রয়েছে।তদন্ত পূর্বক আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।