ঘুমধুমের পাহাড় থেকে দেশী-বিদেশী অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক

ঘুমধুমের পাহাড় থেকে দেশী-বিদেশী অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজারঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র শস্ত্র,গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব-১৫। এসময় অস্ত্র পাচারে জড়িত থাকায় চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (৭ জানুয়ারী) ভোরে এ অভিযান চালানো হয়। র্যাব -১৫ ‘র (মিডিয়া কর্মকর্তা) সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের অদূরে ঘুমধুমের রাবার বাগানের ভিতরে ছিকনছড়ি পাহাড়ে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালানো হয়।এ সময় মাটিতে পুঁতে রাখা অবস্থায় দুইটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। অভিযানে উখিয়ার কুতুপালং ১নং ক্যাম্পের ব্লক-এ/৩’র আশুকুজ্জামানের ছেলে মোঃ নুর (৩২), ইমাম হোসেনের ছেলে নাজমুল্লাহ (৩৪), একই ক্যাম্পের আবদুস সবুরের ছেলে খাইরুল আমিন (১৯) ও তাজনিমারখোলা ১৩নং ক্যাম্পের ব্লক এফ/২’র ছৈয়দুল ইসলামের ছেলে আমান উল্লাহ (২৩) কে গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব-১৫’র এ কর্মকর্তা।