সাধারণ

ঘরে ঘরে সত্য ও ন্যায়ের দূর্গ গড়ে তুলতে হবে ……… জাকের পার্টি চেয়ারম্যান

 

সবুজ পাতা ডেস্ক : জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, ঘরে ঘরে সত্য ও ন্যায়ের দূর্গ গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে দেশব্যাপী বাড়িতে বাড়িতে আঙ্গিনায় ছোট কুঁড়েঘর বানাতে হবে। যে ঘরে বসে ইবাদত বন্দেগী সমাজ উপকারী এবং দেশের জন্য কাজ করে যাওয়ার দৃঢ় সংকল্প তৈরী হবে।

রাজধানীর আগারগাঁওস্থা মসজিদে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কমপ্লেক্সে আয়োজিত ঢাকা মহানগর উত্তর জাকের পার্টির মিশন সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিঁনি এসব কথা বলেন। বিশ্বওলী হযরত শাহসুফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের আসন্ন মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০১৯ এর উপলক্ষ্যে মিশন সভায় ২৫ থানার জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিাত ছিলেন। মিশন সভা উপলক্ষ্যে পুরো কমপ্লেক্স ফুল দিয়ে মনোরম সাজে সজ্জিত করা হয়।

জাকের পার্টি চেয়ারম্যান মসজিদ কমপ্লেক্সে প্রবেশ মুখে দাড়িয়ে প্রথমে ফাতেহা শরীফ পাঠ ও বিশেষ মুনাজাত করে মুজাদ্দেদী গজলের সাথে প্রথমে আল্লাহু আকবার পতাকা এবং পরবর্তীতে জাকের পার্টির পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০১৯ এর প্রস্তুতি ক্যাম্পের পবিত্র ফলক উন্মোচন করেন। এ সময় জাকের পার্টির কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর ও আওতাধীন ২৫ থানার নেতা কর্মীদের মুহুর মুহ তাকবীর ধ্বনীতে আবেগ ঘন আবহাওয়া তৈরী হয়।

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেন, ‘সৃষ্টি রাজ্যের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হলো ওলী আউলিয়া সকল। আর বিশ্বওলী হযরত শাহসুফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেব স্বতন্ত্র, শ্রেষ্ঠত্ব ও মর্যাদা নিয়ে শান্তিকামী মানবতার উদ্ধারে এ পৃথিবীতে এসেছেন। সেই মহান দরদীর মহা পবিত্র বিশ্ব উরস শরীফ গোটা মানবতার জন্য অপরিমেয় রহমত, বরকত ও নেয়ামতের ইশারাবাহী।
রাসুলে পাক (সাঃ) প্রেম, শান্তি, উৎসর্গ, ঐক্য ও ভ্রাতৃত্বের যে ইসলাম এনেছেন, তা হারিয়ে যেতে বসেছে। এখন লোভের অনুপ্রবেশ ঘটেছে। অন্যায় ও অনিয়ম মাত্রা ছাড়িয়েছে। বিশ্বওলীর প্রতিষ্ঠিত জাকের পার্টি দয়াল নবীজির (সাঃ) সত্য ইসলাম পুনঃপ্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়ে যাবে। সমাজ জাতীয় রাজনীতিতে সত্য ও ন্যায়ের ধারা শক্তিশালী করতে হবে। সন্ত্রাস ও লুটপাটের অপরাজনীতি দূর করতে হবে। সব মিলিয়ে দেশকে বাচাঁতে হবে’।

ঢাকা মহানগর উত্তর জাকের পার্টির সভাপতি জাকির হোসেন সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর উত্তর সাধারণ সম্পাদক গাজী শাহ আলম ও থানার নেতৃবৃন্দ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button