সাধারণ

গেইলকেও পেল বরিশাল, তামিম ঢাকায়

এ ছাড়া বাংলাদেশের ক্রিকেটের চেনা মুখগুলোর মধ্যে মুশফিকুর রহিমকে পেয়েছে খুলনা, মোস্তাফিজুর রহমানকে নিয়েছে কুমিল্লা, সিলেট দলে টেনেছে তাসকিন আহমেদকে। ড্রাফটে তামিমকে নেওয়ার আগে ড্রাফটের বাইরে থেকে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহকে নিয়েছে ঢাকা। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ড্রাফটের আগে কোনো দল পাননি। তাঁর ভাগ্য নির্ধারিত হবে ড্রাফটে।

নিয়ম অনুযায়ী ড্রাফটের বাইরে থেকে একজন বাংলাদেশি ছাড়াও তিনজন বিদেশি খেলোয়াড় দলে নিতে পারত দলগুলো। বিপিএলের খেলোয়াড়দের ড্রাফট আজ দুপুর ১২টায় শুরু হয়েছে রাজধানীর একটি হোটেলে। ড্রাফটে গেইল ছাড়াও আরও কয়েকজন ক্রিকেটারের দল নির্ধারিত হয়ে গেছে। ঢাকা পেয়েছে কায়েস আহমেদ, নজিবুল্লাহ ও ইশুরু উদানাকে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button