সাধারণ

গুলশাখালীতে ৫০০পরিবারে মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

মোঃ গোলামুর রহমান : রাঙ্গামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউপিতে ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
২৪ জুলাই শুক্রবার  লংগদু উপজেলাধীন গুলশাখালী ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২০২০-২১ অর্থ বছরের ঈদ-উল-আযহা উপলক্ষে বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি পরিবারের জন্য ১০ কেজি করে মোট ৫০০ পরিবারের মাঝে এই খাদ্যশস্য বিতরণ করা হয়।
উক্ত খাদ্যশস্য  বিতরণকালে উপস্থিত ছিলেন অত্র ইউপি চেয়ারম্যান মোঃ আবু নাছির, ট্যাগ অফিসার মোঃ জমির উদ্দিন, ইউপি সচিব দুর্জয় চাকমাসহ ওয়ার্ড সদস্য এবং গ্রাম পুলিশবৃন্দ।
এসময় ইউপি চেয়ারম্যান আবু নাছির বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ইউনিয়নের সকল শ্রমজীবী মানুষের হাতে পৌঁছে দিচ্ছি। আমরা চাই এ সময় কেউ যেনো দুঃখ কষ্টে না থাকে। তাই সরকারের প্রতিটা অনুদান সকলের মাঝে পৌঁছে দিতে চেষ্টা করি।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button