প্রতিনিধি : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়ির গুইমারা দেওয়ান পাড়া বৌদ্ধ মিশন বিহারে শুভ মধু পূর্ণিমা পালন করেছেন পুণ্যার্থীরা। বুধবার এলাকার ধর্মপ্রাণ দায়ক দায়িকাদের স্বর্তস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠানাদি সম্পন্ন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে একটি স্বদ্ধর্ম সভার আয়োজন করে বিহার পরিচালনা কমিটি। এসময় প্রধান ধর্মদেশক হিসেবে দেশনা দেন শ্যান্দামনি বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ আগাসারা মহাথের।
সভাপতিত্ব করেন দেওয়ান পাড়া জ্ঞানশ্রী শিশু নিকেতন কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ ভদন্ত সংঘরত্ন মহাথের (পি,এইচ,ডি গবেষক মগধ বিশ্ববিদ্যালয়, ভারত)
প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বৌদ্ধ ভিক্ষু-শ্রমণ প্রশিক্ষণ কেন্দ্র, জ্ঞানশ্রী শিশু নিকেতন কমপ্লেক্স এর সাধারণ সম্পাদক, গুইমারা পালি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর নন্দপাল থের (সাচিংমং মারমা),
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভদন্ত, দেবানন্দ থের, রাজাধাইম্মা ভিক্ষু প্রমুখ ।
আপনার মতামত লিখুন :