আবদুল আলী, বিশেষ প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর, বুধবার সকাল ১১টায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গুইমারা প্রেস ক্লাবের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম। প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:
- গুইমারা থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী
- গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ
- জামায়াতে ইসলামীর গুইমারা উপজেলা শাখার নায়েবে আমির মো. মোস্তাফিজুর রহমান
- বাংলাদেশ ইসলামী আন্দোলনের গুইমারা শাখার সভাপতি মো. মাগফার হোসেন
অন্যান্য আমন্ত্রিত অতিথি:
- গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ নাজিম উদ্দিন
- গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন
- উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস
- উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ
- সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম
- বৈষম্য বিরোধী আন্দোলনের গুইমারা প্রতিনিধি মুহাম্মদ রাসেল শেখ
- স্থানীয় রাজনীতিবিদ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রেস ক্লাবের সদস্যবৃন্দ
সাংবাদিকতার নীতি এবং দায়িত্ব সম্পর্কে আলোচনায় বক্তারা বলেন:
- সাংবাদিকদের সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে।
- দেশের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরার মাধ্যমে জাতি ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
- আইনের শাসন, উন্নয়নমূলক কাজের সহযোগিতা এবং অনিয়ম ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সাহসী ভূমিকা পালন করতে হবে।
- চাঁদাবাজির মতো অসঙ্গতি উন্মোচনে সাংবাদিকতার শক্তি ব্যবহার করতে হবে।
সভায় বক্তারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সহযোগিতা এবং সামাজিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন।
আপনার মতামত লিখুন :