গুইমারায় সেনাবাহিনীর মানবতার বাজার- ঈদ উপহার পেল ৫০০ পরিবার
admin
প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৫, ৩:৪৮ অপরাহ্ন /
০
মোঃ আবদুল আলী : খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের উদ্যোগে ৫০০-এর বেশি অসহায় পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৯ মার্চ বুধবার সকালে গুইমারা রিজিয়ন মাঠে আয়োজিত মানবতার বাজারের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা।
এই মানবতার বাজারে চাল, ডাল, তেল, চিনি ও সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য পৃথক স্টলে সাজানো হয়, যেখানে সুবিধাভোগীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যাগে সামগ্রী সংগ্রহ করেন।
রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্য এলাকার মানুষ শান্তিপ্রিয়, এবং সরকার পাহাড়ে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি আরও বলেন, সেনাবাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, বরং অসহায় মানুষের কল্যাণেও কাজ করে যাচ্ছে এবং এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে রিজিয়নের বিভিন্ন পর্যায়ের সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :