গুইমারায় সমবায় সমিতির গ্রাম কর্মীদের নিয়ে মাসিক যৌথ সভা

ওমর ফারুক আকাশ গুইমারা প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হেডম্যানপাড়ায় সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ৩য় পর্যায় সমবায় অংশের আওতায় সমবায় সমিতির সদস্য ও গ্রামকর্মীদের সমন্বয়ে মাসিক যৌথসভা ও অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় মাটিরাঙ্গা উপজেলা সমবায় অফিসের আয়োজনে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় সমিতির সভাপতি নিংহা অং মারমা’র সভাপতিত্বে তানিংমং মারমা’র সঞ্চলনায় সভার শুভসূচনা হয়। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ আমানুল্লাহ হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভার প্রধান অতিথি পার্বত্য খাগড়াছড়ি জেলা সমবায় কর্মকর্তা আশিষ কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আলমগীর হোসেন। গুইমারা গভ. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবলু হোসেন প্রমুখ।