গুইমারায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২১, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ন /
গুইমারায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আবদুল আলী : 

জাতীয় পর্যায়ে প্রণীত কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে খাগড়াছড়ির গুইমারায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

দিবসের প্রথম প্রহরে গুইমারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তারের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, গুইমারা থানার পুলিশ, আনসার ভিডিপি, গুইমারা প্রেস ক্লাব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গুইমারা উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সোহাগের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, ইউপিডিএফ গণতন্ত্র, জেএসএস (সংস্কার) সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, গুইমারা থানার অফিসার ইনচার্জ, শিক্ষক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং আনসার ভিডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও ব্যক্তি মালিকানাধীন সকল ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।

এছাড়া, জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ কর্মসূচি পালন করে। দিবসটি উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া ও কবিতা পাঠের আয়োজন করা হয়।

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দেশের সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।